
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাজকোটে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় দল। তার আগে সূর্যকুমার যাদবের ফর্ম চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। বেশ কয়েকদিন রানের মধ্যে নেই দল নেতা। রাজকোটেই কি ফর্ম ফিরে পাবেন? তৃতীয় টি-২০ ম্যাচের আগে দু'বছর আগের সেই দিনটা নিশ্চয়ই অনেকের মনে পড়ে যাবে। বিশেষ করে স্কাইয়ের। ৭ জানুয়ারি ২০২৩। রাজকোটের ২৯ হাজারের গ্যালারিকে তাতিয়ে দিয়েছিলেন সূর্যকুমার। ৫১ বলে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শ্রীলঙ্কাকে দুরমুশ করেন। তখন স্কাই কিছু ছুঁলেই সেটা সোনা হয়ে যেত। কিন্তু বর্তমানে রানের খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে শুধু সিরিজ পকেটে পুরতে চাইবেন না, পুরোনো ছন্দ ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন সংক্ষিপ্ত ফরম্যাটে ভারত অধিনায়ক।
গত তিন বছরের অধিকাংশ সময় টি-২০ ক্রিকেটের সেরা ব্যাটার হিসেবে বিরাজ করেছেন। টি-২০ বিশ্বকাপ জয়ের পর সবাইকে অবাক করে হার্দিক পাণ্ডিয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়। অনেকেই মনে করেছিলেন, এই পদের আসল দাবিদার ছিলেন হার্দিক। তবে এখনও পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক হিসেবে কোনও ভুল পদক্ষেপ নেননি স্কাই। লাল বলের ক্রিকেটে ব্যর্থতার পর, ভারতের টি-২০ দল সমর্থকদের মনে আনন্দ ফিরিয়েছে। তবে একমাত্র চিন্তা অধিনায়কের ফর্ম। টি-২০ বিশ্বকাপের পর শেষ ১১ ইনিংসে মাত্র দুটো অর্ধশতরান করেছেন। মোট রান ২৪২। গড় ২২। কেরিয়ারের গড় থেকে যা অনেকটাই কম। ঘরোয়া ক্রিকেটেও রান পাননি। পাঁচ ম্যাচে ১৩২ রান করেন। তারমধ্যে মুস্তাক আলিতে রয়েছে একটি অর্ধশতরান। বিজয় হাজারেতে পাঁচ ম্যাচে মাত্র ৩৮ রান। ২০২২ এবং ২০২৩ সালে টি-২০ ক্রিকেটে রান মেশিন ছিলেন সূর্য। ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। ২০২৩ সালে ৭৩৩ রান করেন। সেই ফর্মের ধারেকাছে নেই। চলতি সিরিজে ইডেনে শূন্য রানে ফেরেন। চেন্নাইয়ে ১২ রান করেন। রাজকোটের পয়া মাঠে দু'বছর আগের স্মৃতি ফেরাতে মরিয়ে থাকবেন ভারতের নেতা।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?